রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার উদ্যোগে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানটি জনগণের সরাসরি অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট ) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করে তোলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা এবং সঞ্চালনায় ছিলেন পাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবলু কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান হাফিজ।
এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিট পুলিশিং কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত এসআই নীলকমল।
সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ দমনে পুলিশের সহযোগিতা আরও দৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি বাজার এলাকায় যানজট নিরসন ও সামাজিক সমস্যা সমাধানে জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়টিও উঠে আসে আলোচনায়।
স্থানীয়দের মতে, এই ধরনের ওপেন হাউজ ডে কর্মসূচি পুলিশ ও জনগণের মধ্যকার আস্থা ও সম্পর্ককে আরও দৃঢ় করবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat