সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি:
রায়গঞ্জের প্রভাবশালী নাসির বাড়ির সামনের রাস্তা থেকে ৫ ট্রাক ইট জোর পূর্বক নামিয়ে নেওয়ার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছেন ইটভাটা মালিক সমিতি।
এরি প্রতিবাদে রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে বিকাল ৪ টায় উপজেলার ভুইয়াগাতী বাসস্ট্যান্ডে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলার ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ খান, সাধারন সম্পাদক ওমর ফারুক খান জুবায়েল উপদেষ্টা মন্ডলীর সদস্য শহীদ, যুবদলের সাবেক নেতা হান্নান চৌধুরী সহ প্রমুখ। বক্তারা বলেন দ্রুত সময়ের মধ্যে লুন্ঠন কৃত ইট ফেরত না দেয়া হলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। এবিষয়ে নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, পাওনা টাকা না দেয়ায় আমি ট্রাক থেকে ইট নামিয়ে নিয়েছি।
ঘটনার সত্যতা স্বীকার করে সলংগা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat