প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ১:১৬ পি.এম
রায়গঞ্জে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’: লাখো কণ্ঠে উচ্চারিত অঙ্গীকার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হলো জনসম্পৃক্ত এক বিশাল আয়োজন। লাখো কণ্ঠে শপথের মাধ্যমে সমাজ পরিবর্তনে প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি হয় দুই পর্বে বিভক্ত।
উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দু'টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, উপজেলা জামায়তের নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস, সাবেক পৌর সভার মেয়র মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, বিএডিসি রায়গঞ্জ জোনের সহকারী প্রকৌশলী আনন্দ চন্দ্র বর্মণ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোম বাদশা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসাইন সোহান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, জুলাই যোদ্ধা ইসকেন্দার মির্জা জুয়েল, শেখ রিয়াদ, ইশরাত জাহান এশা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat