নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতে ইসলামীর এক বর্ধিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রায়গঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের আমীর মো. হোসেন আলীর সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি মাওলানা আব্দুল হক সরকার ও সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম জাফরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত মনোনীত সিরাজগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন, রায়গঞ্জ উপজেলার আমীর মো. আলী মর্তুজা, নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী, পৌরসভার সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সহ প্রচার সম্পাদক মো. তারিকুল ইসলাম এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মাসুদ রানাসহ জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “অতীতে ষড়যন্ত্র করে জামায়াতের অগ্রযাত্রা রোধ করা যায়নি, ভবিষ্যতেও কোন ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
সমাবেশে বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে দলীয় কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat