রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। “আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি"
এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, “নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজের টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রতিটি কন্যাশিশু আমাদের ভবিষ্যৎ সম্পদ। তাদের শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। পরিবার থেকেই কন্যাশিশুকে সম্মান ও উৎসাহ দিতে হবে— তবেই তারা আত্মবিশ্বাসী হয়ে বড় হবে, সমাজে নেতৃত্ব দেবে। শিক্ষিত ও সচেতন কন্যাশিশুই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ে তুলবে।”
বক্তারা কন্যাশিশুর প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী শিক্ষা বিস্তারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat