প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ৮:০২ পি.এম
রায়গঞ্জে কুতুবের চর মৎস্য আড়ৎ সিন্ডিকেট মুক্ত করতে ভূমি মালিকদের সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়ৎ সিন্ডিকেট মুক্ত করতে অধিকার বঞ্চিত ভূমি মালিকরা সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার সকাল ১১ টায় মৎস্য আড়ৎতের পাশে অধিকার বঞ্চিত ভূমি মালিকরা তাদের জমিতে স্থাপিত মৎস্য আড়ৎ সিন্ডিকেট মুক্ত করার দাবিতে এ সংবাদ সম্মেলন করেন।
উক্ত সংবাদ সম্মেলনে ভূমি মালিকদের পক্ষে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুয়েল রানা সরকার, ভুমি মালিক রফিকুল ইসলাম, মোঃ জিন্নাহ, আবু হানিফ সহ আরো অনেকেই।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস পূর্বে সলঙ্গা থানার কুতুবের চর গ্রামে ৮ বিঘা জমির উপর এই বৃহৎ মৎস্য আড়ৎটি গড়ে উঠে। একটি কুচক্রী মহল এই মৎস্য আড়ৎকে কেন্দ্র করে গড়ে তোলে এক বিশাল সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের নেপথ্যে রয়েছে আব্দুল হাই এবং ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল।অধিকার বঞ্চিত ২৫ জন ভুমি মালিককে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অহেতুক হয়রানি করছে ।
সংবাদ সন্মেলনে বক্তারা আরও বলেন, এই মৎস্য আড়ৎতে প্রতিদিন ৫-৬ কোটি টাকার মাছ ক্রয়-বিক্রয় হয়। আর এই মৎস্য আড়ৎতে মৎস্য বাহী প্রায় সহস্রাধিক পিক-আপ ভ্যান থেকে প্রভাবশালী একটি কুচক্রী সিন্ডিকেট প্রতিদিন ৩০০/৪০০ টাকা করে অবৈধ ভাবে চাঁদা আদায় করছে। একদিকে যেমন প্রকৃত ভূমি মালিকরা তাদের ন্যায্য পাওনা ও সব কিছু থেকে অধিকার বঞ্চিত হচ্ছে, অন্য দিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় হারাচ্ছে।
ভূমি মালিকরা আরো বলেন, এই আড়ৎটিতে ১২৭টি কাটার মালিকদের কাছ থেকে ২ থেকে ৩ লাখ টাকা করে হাতিয়ে নেয় এই সিন্ডিকেট চক্র। এই সকল বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও স্থানীয় প্রশাসন অবৈধ টাকায় ম্যানেজ হয়ে কোন কার্য্যকর পদক্ষেপ নিচ্ছে না।
এই সিন্ডিকেট বাহিনীর হামলা ও সাজানো মামলায় অহেতুক স্বীকার হয়ে অধিকার বঞ্চিত ভূমি মালিকরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat