দৃশ্যপট ডেস্ক:
রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা গ্রামের কমলখা মহাশ্মশানে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। চড়ক পূজা ও একদিনের এই গ্রামীণ মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়।
বৈশাখ মাসের পহেলা বৈশাখে শ্রী শ্রী শিব ঠাকুরের রাতুল চরনে পুস্পান্জলী উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
উপজেলার ধামাই নগর ইউনিয়নের কমলখা মহাশ্মশান পুকুর পাড়ে চড়ক পূজা অনুষ্ঠিত হয়।
সোমবার(১৪ এপ্রিল) হাজরা ছাড়ার মাধ্যমে এই মেলা শুরু হয়। রবিবার (৩১ চৈত্র ) রাত্রি সাড়ে দশটায় হাজরা ছাড়া হয় ।পরের দিন সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে চড়ক পূজা,চড়ক ঘুড়ানো ও মেলায় সনাতন ধর্মের লোক ছাড়াও হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে । একজন ভক্ত ব্যক্তির লোহার তৈরি বড়শি দিয়ে পিঠ ফুটিয়ে চড়কে ঘোরানো হয়।
কমলখা মহাশ্মশানের সভাপতি নরেন্দ্র নাথ মাহাতো বলেন,শিবিরের পুজা ও ঠাকুরের আর্শীবাদ কৃপায় যে যাহা উপাসনা করে, তার সকল আশা পূর্ণ হয়। মা-বোন সবাই এই চড়ক মেলায় অংশগ্রহণ করি ।
স্থানীয় এলাকাবাসী, সুনীল চন্দ্র মাহাতো, সুমন চন্দ্র মাহাতো বলেন,এটি ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা। এই গ্রামীণ মেলায় মানুষের উপচে পড়া ভীড় হয়।
কমলখা মহাশ্মশান পুকুর পাড়ে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। পূজা ও মেলা উপলক্ষে এক দুই দিন আগে থেকেই আত্নীয়,স্বজনদের আগমন ঘটে।
পুজা ও মেলা কমিটির সভাপতি নিবাস কুমার মাহাতো জানান, দাদু, বাবা সময় থেকেই (যুগ যুগ ধরে) এটি চলে আসছে।
এই মেলায় চড়ক পূজা,কালী পূজা,শিবপূজা করা হয়। অনেক পুরাতন রীতি এটি। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী এই মেলা। চড়ক ঘুরানো ও চড়ক মেলা দেখতে দূর-দূরান্ত থেকে লোকজনের আগমন ঘটে। মেলাকে ঘিরে নানা রকমের দোকান বসে এই মেলায়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat