নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন জুলাই যোদ্ধা আসাদুল্লাহ খান সজল।
জানাজায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর শায়খ ড. আব্দুস সামাদ, উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ ও রাফিউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও আলেম-ওলামা ও নানা শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজায় অংশ নেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদী অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। সমাজ ও রাষ্ট্রের নানা অনিয়মের বিরুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছেন। বক্তারা আরও বলেন, তার আদর্শ ও সংগ্রামী ভূমিকা তরুণ সমাজকে ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ করবে।
জানাজায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য,গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat