রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে উৎসব মুখর পরিবেশে আমরা ছিন্নমূল মানব সেবা সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এ উপলক্ষে উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ী বাজার চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনটির উপদেষ্টা ইউনুস রবিনের সভাপতিত্বে ও সভাপতি হারুণ অর রশীদ এবং সাধারণ সম্পাদক মারুফ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আল আরাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহা. নুরুল ইসলাম উজ্জল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামাতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, মো. জামিউল ইসলাম রাকিব, এস এম বাহাদুর আলী, মো. সাব্বির সরকার, ডা: আব্দুল করিম প্রমুখ। এসময় সংগঠনটির সকল সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমরা ছিন্নমূল মানব সেবা সংগঠন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের সেবায় এ সংগঠনের অবদান অসামান্য। ছিন্নমূল মানব সেবা সংগঠন মানে সমাজের বঞ্চিত ও মানুষগুলোর পাশে দাড়ানো। আশা করি মানব সেবার মাধ্যমে এই সংগঠনের সদস্যরা তাদের মানসিকতার প্রকাশ ঘটাবে। আগামী দিনে সংগঠনটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সকলের সহযোগীতা ও ভালোবাসা কামনা করেন তারা।
অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী সংগঠনসহ স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat