রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“সমন্বিত উদ্যোগে প্রশমন করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং রায়গঞ্জ সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীরা টিম লিডার রফিকুল ইসলামের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজের কৌশল প্রদর্শন করেন।
অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি,সরকারি-বেসরকারি সমন্বয়, এবং স্থানীয় পর্যায়ে দ্রুত প্রতিক্রিয়া গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat