
নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের রতনকান্দি গ্রামে অবস্থিত একটি জর্দা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে হাকিমপুরী জর্দা উৎপাদনের দায়ে কারখানার মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিহা তাসমিন উপস্থিত ছিলেন। এছাড়া সলঙ্গা থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রদীপ কুমার দত্ত অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন করে আসছিলেন। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এমন কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো ধরনের অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর উৎপাদন কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat