রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের 'ম্যাথ মাইস্ট্রো' প্রতিযোগিতা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সিডিপি কনফারেন্স রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন। তিনি বলেন, “প্রাথমিক স্তরে গাণিতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এমন প্রতিযোগিতা শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটায়।”
প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, প্রোগ্রাম ম্যানেজার মৌসুমি চাকমা, দত্তকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং অন্যান্য পার্টনার স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
উপজেলার ২২টি পার্টনার স্কুলের মোট ৬৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের গণিতে আগ্রহ বাড়ানো এবং একাডেমিক দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat