প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৪, ১০:১২ এ.এম
রাণীশংকৈলে ৮০ নারী কর্মীর মাঝে ৯৫ লাখ ৬৫ হাজার ৬শ’ টাকার চেক ও সনদপত্র প্রদান

সফিকুল ইসরাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির ৮০ জন নারী কর্মীর ৪ বছরের সঞ্চয়কৃত ৯৫ লাখ ৬৫ হাজার ৬শ’ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।
রবিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে ঠাকুরগাঁও-৩, আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ উদ্দিন আহমেদ নারী কর্মীদের চেক ও সনদপত্র বিতরণ করেন ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস-চেয়ারম্যান সারমিন আক্তার, ওসি জয়ন্ত সাহা, জাপা যুগ্ম আহ্বায়ক আবু তাহের, আবুল হোসেন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি জীতেন্দনাথ বর্মণ, মতিউর রহমান মতি, আবুল কালাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির নারী কর্মীরাসহ স্থানীয় সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে প্রত্যেক নারী কর্মীকে ১ লক্ষ ১৯ হাজার ৫শত ৭০ টাকার চেক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat