প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ১১:১৮ পি.এম
রাণীশংকৈলে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ অনুষ্ঠান

সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান।
বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামী সেক্রেটারি রজব আলী, গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ ও অরিন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ পরিবর্তনে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে সমাজ গঠনের কাজে সম্পৃক্ত করতে হবে।
পরে অংশগ্রহণকারীরা একযোগে সমাজ উন্নয়নে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার শপথ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat