সফিকুলইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান ও বিআরডিবি কর্মকর্তা নিহার রঞ্জন রায়সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বেগুন, লাউ, পালংশাক, লালশাক, মটরশুটি, মুলা, বাটিশাক, মিষ্টিকুমড়া ও শসাসহ শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তারা জানান, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে আরও উৎসাহিত হবেন। ফলে স্থানীয়ভাবে সবজি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বাজারে সবজির যোগানেও ইতিবাচক প্রভাব পড়বে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat