প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ৭:৩৪ পি.এম
রাণীশংকৈলে কৃষির আধুনিকায়নে ‘কৃষক পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠিত হলো ‘কৃষক পার্টনার কংগ্রেস’। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় উপজেলা কৃষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি অধিদপ্তরের ‘পার্টনার প্রকল্প’ এর আওতায় উপজেলা কৃষি অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার (দিনাজপুর অঞ্চল) সঞ্জয় দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুপম মহন্ত প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহীদুল ইসলাম। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম কৃষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বক্তারা কীটনাশকমুক্ত কৃষি চর্চা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ, ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, কৃষি সংশ্লিষ্ট উপ-সহকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা কৃষি খাতে প্রযুক্তিনির্ভরতা এবং উদ্যোক্তা তৈরির এই উদ্যোগকে স্বাগত জানান।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন কৃষকদের মধ্যে আধুনিক কৃষি চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat