দৃশ্যপট ডেস্ক:
রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা এক হাজারেরও বেশি।
শনিবার (৯ আগস্ট) নিউ মার্কেটে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম। তিনি বলেন ৩ টি দোকানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat