শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিবিএ সমাপনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল ৯টায় বুড়ি পোতাজিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীরা নাচ, গান ও রঙ খেলার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।
এ সময় ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. মিজানুর রহমান বলেন,“প্রথমবারের মতো আমরা নিজেদের স্থায়ী ক্যাম্পাসে সমাপনী আয়োজন করতে পেরেছি। এতদিন আমাদের নিজস্ব জায়গা না থাকায় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। আজকের এই আয়োজন আমাদের জন্য বড় অর্জন।”
আরেক শিক্ষার্থী জেসমিন পারভিন বলেন,“স্থায়ী ক্যাম্পাসের মাটিতে দাঁড়িয়ে আমাদের সমাপনী উদযাপন করা সত্যিই ভিন্নরকম অনুভূতি। আজকের এই বিশেষ দিনে আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের ডিপিপি অনুমোদন দিয়ে স্থায়ী ক্যাম্পাসের স্বীকৃতি দিয়েছে।”
ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার বলেন,“দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা তাদের নিজস্ব ঠিকানা পেয়েছে। যদিও তারা একাডেমিক ক্লাস বা পরীক্ষা এখানকার ক্যাম্পাসে করতে পারেনি, তবে সমাপনী অনুষ্ঠান করতে পেরে তাদের চোখেমুখে যে আনন্দ দেখছি, তা শিক্ষক হিসেবে আমার কাছে বিশেষ প্রাপ্তি।” তিনি সরকারের কাছে দ্রুত পূর্ণাঙ্গ ক্যাম্পাস প্রতিষ্ঠার অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat