রিয়াজুল হক সাগর,রংপুর:
যথাযথ মর্যাদায় সারাদেশের মতো রংপুরেও শ্রদ্ধা নিবেদন-আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস।শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় টাউনহল চত্বরে অবস্থিত বধ্যভূমিতে প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার। এরপর সিটি কর্পোরেশনের প্রশাসক, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অন্যান্য সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন রংপুরের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহিদ বৃদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রংপুর জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে রংপুর নগরীর দমদমা ব্রীজ সংলগ্ন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat