প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ১০:০৩ পি.এম
যমুনা নদী থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২৪জুলাই) বিকেল সাড়ে ৩টায় এনায়েতপুরের বেরিবাঁধ এলাকার যমুনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবেদ হোসেন খান জানান , যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। মরদেহের শরীরে কালো গেঞ্জি ও খয়রি হাফ প্যান্ট পড়া ছিল। এছাড়াও মরদেহের শরীরসহ মুখমণ্ডল পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। ধারণা করা হচ্ছে, ১২ থেকে ১৫ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা দুপুরে মরদেহটি নদীর তীরে ভাসতে দেখে খবর দেয়। পরে উদ্ধার করে যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর যুবকের মৃত্যুর কারণ নিশ্চত হওয়া যাবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat