প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৫, ২:৩৩ পি.এম
মেহেরপুরে আতিয়ার হত্যা মামলায় গ্রেপ্তার-২

মাহাবুল ইসলাম, মেহেরপুর :
মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের ভ্যানচালক আতিয়ার হোসেন (৩০) হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গাংনী উপজেলার বামন্দী বাজারের ভ্যান মেকার শাহান বাদশা ও একই গ্রামের আসিফ হোসেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, চাঞ্চল্যকর ক্লুলেস এই হত্যা মামলার তদন্তের পর শাহান বাদশা ও আসিফ হোসেনের সম্পৃক্ততা পাওয়া যায়। এর ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাতে গাংনীর ছাতিয়ান-বাদিয়াপাড়া সড়কের পাশে আতিয়ার হোসেনকে হত্যা করে তার পাখিভ্যান ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat