প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১০:৫০ পি.এম
মেহেরপুরের গাংনীতে ৪ টি অবৈধ ইটভাটা থেকে ৭ লাখ টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে চারটি অবৈধ ইটভাটা থেকে সাত লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১০ মার্চ) গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম ও পৌরসভার একাধিক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজেদুল ইসলাম।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ (৪) ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার অবৈধ ইটভাটা মালিকের কাছ থেকে সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহাসহ যৌথ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের ওই কর্মকর্তা।অভিযানে মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ জরিমানা আদায় করা হয়।
জরিমানা প্রদানকারী ইটভাটা গুলো হলো- বাঁশবাড়িয়া গ্রামে অবস্থিত আশরাফুল ব্রিকসের হাবিবুর রহমান এক লাখ টাকা, পোড়াপাড়া ফাইভ স্টার ব্রিকস ময়নাল হক দুই লাখ টাকা, দোয়েল ব্রিকসের রুহুল আমিন দুই লাখ টাকা এবং পান্না ব্রিকসের গোলাম মোস্তফার কাছ থেকে দুই লাখ টাকা আদায় করা হয়। একই সাথে অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat