রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সৈনিক, রায়গঞ্জের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন সরকার আর নেই। রোববার (৬ জুলাই) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
ময়েজ উদ্দিন সরকার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের জন্য যুদ্ধ করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত দেশপ্রেমে ছিলেন অটল। পরিবার ও সহযোদ্ধাদের ভাষায়, তিনি ছিলেন এক সাদা মনের মানুষ, যিনি সারাজীবন মানবিকতা আর ন্যায়ের পক্ষে লড়েছেন।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সাংবাদিক সমাজ এবং সর্বস্তরের মানুষের মাঝে। তার ছেলে, সাংবাদিক গোলাম মোস্তফা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমার বাবা শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন দেশপ্রেমের প্রতীক। আজ আমি সত্যিই শোকাহত।”
সোমবার (৭ জুলাই) বাদ আছর রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের করবস্থান প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
ময়েজ উদ্দিন সরকারের মৃত্যুতে রায়গঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীর নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat