নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিক্সার মেশিনের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার এসআই মো. মানিক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে কলেজছাত্র আব্দুল হাকিম (২২) ও হরিণা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মুদি ব্যবসায়ী সৌরভ আলী (৩৫)।
সদর থানার এসআই মো. মানিক হোসেন জানান, রাস্তার ঢালাই কাজে ব্যবহৃত মিক্সার মেশিনটি পিপুলবাড়িয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। দুই মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে যাওয়ার সময় ওই মেশিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি মিক্সার মেশিনের ভেতরে ঢুকে পড়ে ঘটনাস্থলেই এক আরোহী নিহত হয়। অপর আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat