সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আপন মামাকে নিয়ে ভাগিনার কটুক্তির জেরে ফরিদপুরের সালথায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় হামলা পাল্টা হামলা চালিয়ে উভয় গ্রুপের অন্তত ৭টি বসতঘর ভাঙচুর ও লুট করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিষ্ণুনদী গ্রামে একটি গ্রুগের নেতৃত্ব দেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হিরু শেখ। অপর গ্রুপের নেতৃত্ব দেন তার আপন ভাগিনা মো. এবাদত শেখ। সম্প্রতি এলাকার নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে দুই মামা-ভাগিনার মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে রবিবার সকালে মামা হিরু শেখকে কটূক্তি করে কথা বলেন ভাগিনা এবাদত।
বিষয়টি নিয়ে পরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ বেধে যায়। প্রায় দেড় ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় উভয় গ্রুপের অন্তত ৭টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনান্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat