সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াচড়া গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মোঃ শাহ আলী শেখ (৭০) আজ এক নির্মম বাস্তবতার মাঝে বেঁচে আছেন। জীবনের শেষ প্রহরে এসে তিনি যেন ভুলে যাওয়া এক মানুষ।
বয়সের ভার আর অসুস্থতার যন্ত্রণায় জর্জরিত শাহ আলী শেখ। ব্যথা, অ্যাজমা, কোমরের সমস্যা ও নানা শারীরিক প্রতিবন্ধকতার কারণে আর ঠিকমতো হাঁটাচলা পর্যন্ত করতে পারেন না তিনি। পাশে দাঁড়ানোর মতো নেই কোনো সন্তান, নেই আপনজন কিংবা স্বজনের সান্ত্বনা।
কখনো এক বেলা ভাত জোটে, আবার কখনো সারাদিনই না খেয়ে থাকতে হয় তাকে। ছোট্ট একটি জরাজীর্ণ টিনের ঘরে অন্যের দয়া-দাক্ষিণ্যে আশ্রয় নিয়ে মাটিতেই রাত কাটে তার।
সবচেয়ে কষ্টের বিষয় হলো-এত বছরেও তিনি কোনো সরকারি সহায়তা কিংবা সামাজিক নিরাপত্তার আওতায় আসেননি। ফলে প্রতিটি মুহূর্তেই লড়াই করতে হয় একাকীত্ব, ক্ষুধা আর অসহায়ত্বের সাথে।
আজ শাহ আলী শেখ মানবতার স্পর্শের অপেক্ষায় আছেন। সামান্য সহায়তাই হয়তো তার জীবনে আনতে পারে একটু স্বস্তি, এনে দিতে পারে বেঁচে থাকার আশার আলো।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat