কামারখন্দ প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উৎযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা পর্যায়ে মাধ্যমিকে উপজেলার স্কুল, কারিগরি স্কুল , মাদ্রাসা শিক্ষকগণের মধ্য থেকে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজওয়ানুল হক (কৃষি শিক্ষা) । এর আগেও তিনি মাধ্যমিকে উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
তিনি কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের কৃতিসন্তান । তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং মা গৃহিণী। সাংসারিক জীবনে তাহার স্ত্রী এবং দুটি ছেলে মেয়ে রয়েছে।
রবিবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরের মিনি অডিটরিয়াম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক স্তরের গুণী শিক্ষক হিসেবে তার নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন।
গুণী শিক্ষক রেজাওয়ানুল হক বলেন, আজকের প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব বহন করবে। তাই তাদের নৈতিক, মানবিক ও সৃজনশীল বিকাশে আমরা শিক্ষকরা যত বেশি আন্তরিক হবো, দেশ তত দ্রুত এগিয়ে যাবে। তবে শুধু শিক্ষক নয়-অভিভাবক, সমাজ ও প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রয়োজন শিক্ষার অগ্রযাত্রায়। এই দিনে আমি সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন (অতিরিক্ত দায়িত্বে) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি শিক্ষক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat