সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে লুটপাটের আলোচিত ঘটনায় ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র লুট হওয়া তিনটি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক রতন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ডাকাতরা হলেন, মোহাম্মদ আলী, শিয়ালকোল ইউনিয়নের সাবেক মেম্বর আজাদুল (৩৭), মো. রাশিদুল (৩০), মো. আশরাফুল (২৩), মো. আইয়ুব (২৩)’ শাহ আলী (২৯), মো. বাবু (৩৫)।
৬ অক্টোবর থেকে শুরু করে ৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আসামিরা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে জামালপুরের মাদারগঞ্জ থানার পূর্বচর পাকেরদহ গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম তার ছেলে, মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে রংপুর থেকে প্রাইভেটকারযোগে ফিরছিলেন। ফেরার পথে তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজ এলাকায় পৌঁছলে ডাকাতির কবলে পড়েন তারা।
প্রাইভেটকার থামিয়ে লুটপাট চালায় দেশীয় অস্ত্রধারী ডাকাতদল। ঘটনার সময় অপর একটি গাড়ীতে থাকা ব্যবসায়ী ফজলে রাব্বী মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় ৫ অক্টোবর (রোববার) যমুনা সেতু পশ্চিম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat