সাব্বির মির্জা, তাড়াশ,প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের একটি কড়ির গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে তালম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় মসজিদের মুসল্লীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জন্তিপুর গ্রামে।
ওই গ্রামের জন্তিপুর পর্ব পাড়া জামে মসজিদ
কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো আব্দুল সালাম ও স্থানীয় বাসিন্দাসহ মসজিদের মুসল্লীরা অভিযোগ করে বলেন, মসজিদের ১২ শতাংশ জায়গায় মুসল্লীদের সহায়তায় ২০০১ সালে মসজিদের জন্য ২৫টি বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হয়।
তারা আরও বলেন, গত কয়েকদিন থেকে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো আশরাফুল ইসলাম তার নিজের দলিলকৃত সম্পত্তি বলে মসজিদের গাছ কেটে নেয়ার চেষ্টা চালিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে মসজিদ কমিটির কাউকে কিছু না জানিয়ে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো শফিকুল ইসলামের নির্দেশে তার লোকজন মসজিদের একটি কড়ির গাছ কেটে নিয়ে যায়।
গাছ কাটার বিষয়টি স্বীকার করে তালম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো আশরাফুল ইসলাম বলেন, গাছটি ঝড়ের সময় পরে ছিলো আর এই জায়গা মসজিদের জায়গা না একটা আমার দলিলকৃত সম্পত্তি। এবং এই মসজিদে জায়গা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে আমাদের সাথে।
এ ব্যাপারে তালম ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো ইউনুস আলী বাবু বলেন, আমি শুনেছি ঝড়ের সময় গাছটি গ্রামের রাস্তার মধ্যে পরেছিলো। এলাকার লোকজনের চলাচলের অসুবিধা হয়েছিল তার জন্য সে গাছটি কেটেছে। আর ওই জমির বিষয় কাগজ না দেখে বলতে পারনো না যে মসজিদের জায়গা নাকি তাদের জায়গা।
এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ বলেন, ঘটনাটি আমি আপনার মাধ্যমে জানতে পারলাম তালম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো আশরাফুল ইসলামক মসজিদের জায়গার গাছ কেটে নিয়েছে। তিনি আরও বলেন আশরাফুল ইসলামকে ফোন করে বিষয়টি জেনে তারপরে আপনাকে জানাবো।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat