কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে মধ্যরাতে অগ্নিদগ্ধ হয়ে কৃষকের গোয়ালঘরে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হলেন—রসুলপুর গ্রামের আখের আকন্দের ছেলে আব্দুর রাজ্জাক ও তার ভাই আসাদুজ্জামান।
প্রতিবেশী নাজমুল আলম জানান, দুই ভাইয়ের মোট পাঁচটি গরু পুড়ে মারা গেছে এবং দুটি গরু আহত হয়েছে। গোয়ালঘরসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ১০-১২ লাখ টাকা বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগী খামারি আব্দুর রাজ্জাক জানান, আমার খামারে ৭টি গরু ছিল। এর মধ্যে ৫টি গাভী, এটি বাছুর ও একটি ষাঁড় গরু ছিল। তার মধ্যে ৪টি গাভী গর্ভবতী ছিল। অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এর মধ্যে ৩টি গর্ভবতী গাভী, একটি ষাঁড় ও একটি বাছুর ছিল। সব মিলিয়ে আমার ১২-১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লেগে আমরা দুই ভাই একেবারে নিঃস্ব হয়ে গেলাম।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসান আলী বলেন, রাতের ঘটনায় খবর পেয়ে দুটি ইউনিট ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপাশা হোসাইন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের কাছ থেকে তথ্য সাপেক্ষে ক্ষতির পরিমাণ ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে সহায়তা আসলে ক্ষতিগ্রস্ত খামারিকে প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat