প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৮:২৭ পি.এম
ভোটের তফসিল ঘোষণার সময় জানাল নির্বাচন কমিশন

দৃশ্যপট ডেস্কঃ
আগামী সাত থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আর ফেব্রুয়ারিতেই হচ্ছে ভোট।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি জানান, সাত ডিসেম্বর কমিশন সভায় তফসিলের সময় নির্ধারিত হতে পারে।
দেশের ইতিহাসে এই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন পিছিয়ে যাবে, এ ধরনের গুঞ্জনে কান দেওয়ার দরকার নেই। ভোটের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিয়ে আসছে।
গণভোটের প্রশ্ন সবার কাছে বোধগম্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রচার চালানো হবে বলে জানান আখতার আহমেদ।
নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের চ্যালেঞ্জ আছে কিনা প্রশ্নের উত্তরে ইসি সচিব বলেন, যেকোনো সময় যেকোনো ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat