কামারখন্দ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কামারখন্দে ভুয়া কাগজপত্র উপস্থাপন করে ভোটার হতে এসে এক রোহিঙ্গা দম্পত্তি আটক হয়েছেন। সোমবার (২৫ আগষ্ট) দুপুরে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হতে আসলে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজার উখিয়া টেংখালি রোহিঙ্গা ক্যাম্প-১২ এলাকার লাল মোহাম্মদের ছেলে মো. আনিস (৩৮) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৩৬)।
কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসার মো. মাসুদ রানা বলেন, নিজেদের কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতী এলাকার বাসিন্দা উল্লেখ করে ভূয়া কাগজপত্রের মাধ্যমে অনলাইনে ভোটার হওয়ার আবেদন করেন ওই দম্পত্তি।
এরপর সোমবার তারা ভোটার হতে নির্বাচন অফিসে আসেন। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় কাগজপত্র যাচাই-বাছাই করে ভুয়া প্রমাণ হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে নিয়ে গেলে তাদের পুলিশে সোপর্দ করেন তিনি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, আটক দম্পত্তি টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat