সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঞাগাঁতী বাসস্ট্যান্ডে বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি আয়নুল হক।
বক্তব্যে তিনি বলেন, ভোটচোর খুনি হাসিনাকে আমরা আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে উৎখাত করেছি। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপি আজ ঐক্যবদ্ধ।
ভিপি আয়নুল হক আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নই দেশের পুনর্গঠনের একমাত্র পথ। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবেও বক্তব্য রাখেন এবং তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, ব্যারিস্টার আব্দুল বাতেন, সেলিম জাহাঙ্গীর, সাব্বির হোসেন, রুহী আফজাল, অধ্যাপক আব্দুল হাকিম প্রমুখ।
সভা পরিচালনা করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল। এছাড়া বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, তাড়াশ পৌর বিএনপির সভাপতি তপন কুমার, ধামাইনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক নবীবুর রহমান, চান্দাইকোনা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু সামা, ধুবিল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু এবং ঘুড়কা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী।
জনসভায় রায়গঞ্জ, সলঙ্গা ও তাড়াশের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও থানা বিএনপির পক্ষ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। তারা ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে, ত্যাগী নেতাদের মনোনয়নের পক্ষে স্লোগান দেন। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন ভুইয়াগাঁতী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক।
রায়গঞ্জের জনসভা থেকে বিএনপির নেতারা যেভাবে ‘বহিরাগত নয়, ত্যাগী নেতা চাই’ স্লোগান তুলেছেন, তা স্পষ্ট বার্তা দেয়—সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন নিয়ে দলকে সতর্ক থাকতে হবে। অন্যথায় ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ভাঙন দেখা দিতে পারে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat