নওগাঁ প্রতিনিধি:
ভারতে পালানোর সময় চট্রগ্রামের এক ছাত্রলীগ নেতাকে নওগাঁর মহাদেবপুর থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর থানায় নিয়ে আসে পুলিশ। আটক ছাত্রলীগ নেতার নাম মো. আব্দুল্লাহ আল আহসান (২৪)। তিনি চট্রগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে এবং চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
জানা যায়, আওয়ামীলীগ সরকারের পতনের পর তার নামে চট্রগ্রামের চান্দগাঁও থানায় তার নামে ৩ টি মামলা হয়েছে। মামলার ভয়ে সে নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর জন্য মহাদেবপুর উপজেলার এক এজেন্টের সাথে চুক্তি করে। এই তথ্যটি বিজিবি পাওয়ার পর প্রথমে সেই এজেন্টকে জিম্মায় নেয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে উপজেলার হাতুর ইউপির দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, আটককৃত ব্যক্তি নওগাঁর সিমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল। খবর পেয়ে এদিন ভোরের দিকে উপজেলার দেওপাড়া গ্রাম থেকে বিজিবির সহযোগিতায় আটক করা হয়। এরপর দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat