প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৮:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৪, ৪:৫৭ পি.এম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শাহজাদপুরে মোমবাতি প্রজ্বলন

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার, শাহজাদপুর সরকারি কলেজের শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
১০ আগষ্ট শনিবার সন্ধায় সরকারি কলেজে এ প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে এক মিনিট নীরবতা ও শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত সহ জাতীয় সংগীত পাঠ করাবএবং শপথ গ্রহণ করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের নতুন করে স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে,তার অবদান আমরা কখনোই ভুলব না, আর ভুলার মত নয়। শুধু সারা বাংলাদেশ নয়, বিশ্ববাসী মনে রাখবে। তাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আবারও নতুন ভাবে গড়ব সবাইকে নিয়ে।
যেখানে কোনো অনিয়ম বৈষম্য থাকবে না। আমরা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ দেখেনি কিন্তু ২০২৪ সালে ছাত্র আন্দোলন দেখেছি । আমাদের জন্য জীবন উৎসর্গকারী এই বীরদের আমরা আজীবন স্মরণ করব,সম্মান জানাবো।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat