নিজস্ব প্রতিবেদক:
র্যাব-১২, সিরাজগঞ্জ কর্তৃক বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তারসহ চোরচক্রের অন্যতম ২ জন সদস্য গ্রেফতার।
সোমবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে দশটার পর হতে মঙ্গলবার (২৮ জানুয়ারি)ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় মধ্যে যে কোন সময় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন রাউতান গ্রামস্থ জনৈক ওবায়দুল, পিতা-ইয়াকুব আলীর জমিতে স্থাপিত পল্লী বিদ্যুতের পোল নং-ঝঐ৫২ই৯৩ তে থাকা ১৫কঠঅ ট্রান্সফরমাটি চুরি হয়েছে এবং উক্ত বৈদ্যুতিক ট্রান্সফরমারের খোলা বডিটি জমিতে পড়ে আছে মর্মে জানতে পেরে অত্র মামলার বাদী মোঃ সুলতান মবিন (এজিএম, প্রশাসন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাসহ র্যাব-১২, সিরাজগঞ্জকে অবহিত করেন।
এরই ধারাবাহিকতায় মোঃ আতিকুর রহমান মিয়া পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গত ২৮ জানুয়ারি তারিখে বিকাল ৩.১৫ ঘটিকায় “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন রাউতান গ্রামস্থ জনৈক ওবায়দুল, পিতা-ইয়াকুব আলীর জমিতে স্থাপিত পল্লী বিদ্যুতের পোল নং-ঝঐ৫২ই৯৩ তে” থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারের খোলা বডি জব্দ করেন এবং একই তারিখ রাত ৮ ঘটিকায় সময় অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সাথে জড়িত চোরচক্রের অন্যতম সদস্য নুরু ও রিপনকে শাহজাদপুর থানাধীন তালগাছি বাজার হতে গ্রেফতার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের দেওয়া তথ্য মতে একই তারিখ রাত ১০.৪৫ ঘটিকায় “পাবনা জেলার বেড়া থানাধীন হাটুরিয়া জগন্নাথপুর গ্রামস্থ পলাতক আসামি আহমেদ শেখের বসতবাড়ির উত্তর দুয়ারী শয়ন ঘরে থাকা চৌকির নীচ হতে” বৈদ্যুতিক ট্রান্সফরমার ২২.৮ কেজি তামার তার জব্দ করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় মোঃ নুরুল ইসলাম নুরু (৩৫), পিতা-মোঃ মফিজ প্রামানিক ওরফে খুদু, সাং-হাটসারটিয়া (স্কুল মাঠ), থানা-সিরাজগঞ্জ সদর,মোঃ রিপন মিয়া (৩২), পিতা-মোঃ খোকন মিয়া, সাং-তালগাছি (ভাংরী পট্টি), থানা-শাহজাদপুর, উভয় জেলা-সিরাজগঞ্জ।
মোঃ উসমান গণি,সহকারি পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।