বেলকুচি( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আশরাফ আলীর বাড়ির গুদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ হাজার ৬শ কেজি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় যুবদল নেতার ভাই ইব্রাহিমকে আটক করা হয়ছে।
রোববার (৩১ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় এ অভিযান চালানো হয়। আটক ইব্রাহিম বাঁশতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।
বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে চাল কিনে গুদামজাত করেন যুবদল নেতা আশরাফ আলী। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী।
এ সময় ওই গুদাম থেকে ৫০ কেজির ২শ বস্তা ও ৩০ কেজির ২০ বস্তা চাল জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত ইব্রাহিমকে আটক করা হয়েছে।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, যৌথ বাহিনী খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টন ৬শ কেজি চাল জব্দ করেছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটকও করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat