প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৪, ১:৩২ এ.এম
বেনাপোলে দুই দেশের শূন্যরেখায় পাসপোর্ট যাত্রী নিহত

রবিউল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় ভারত বাংলাদেশ সীমান্তের শূণ্যরেখায় নূর ইসলাম নামে বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর নিহত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে সে বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য দুই দেশের শূন্যরেখা নোম্যান্সল্যান্ডে অপেক্ষা করছিল। এসময় দীর্ঘ লাইনে অসুস্থ্য হয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন ।
নিহত পাসপোর্ট ধারী যাত্রী যশোর কোতোয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে।(পাসপোর্ট নংঃA01131727)।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস পাসপোর্ট ধারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতগামী ভুক্তভোগী পাসপোর্ট ধারী যাত্রীরা জানান, বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম দ্রুত শেষ হলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এসময় কেউ অসুস্থ্য হলেও শুন্যরেখা থেকে বাইরে যাওয়ার সুযোগ থাকেনা। এর আগেও অসুস্থ্য হয়ে অনেক পাসপোর্টধারীর সীমান্তে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা আজও হয়নি।
ভুক্তভোগী পাসপোর্ট যাত্রীরা দুই দেশের হাইকমিশনের দৃষ্টি আকর্শন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat