জহিরুল ইসলাম,,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষক পলাতক থাকায় দীর্ঘদিন ধরে পাঠদান কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
জানা গেছে বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক বিনয় ভুষন হাজার ও দীপক কুমার রায়, জুলাই ও আগস্ট বিপ্লবের পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত দুই শিক্ষক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জানা গেছে, মামলার কারনে তারা বর্তমানে আত্মগোপনে আছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
যারফলে বিদ্যালয়ে শিক্ষক সংকট দেখা দিয়েছে এবং এ কারণে শিক্ষার্থীদের পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান অভিভাবক সদস্য স্বদেশ কুমার সুব্রত রায় অভিযোগ করে বলেন, অভিযুক্ত শিক্ষকদ্বয় তাদের অপকর্ম ঢাকতে বিভিন্ন সময়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন এবং পূর্বে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে ব্যবহার করে প্রভাব বিস্তার করেছিল। বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও তারা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি সরকারের কাছে এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই, দ্রুত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নতুন শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হোক।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat