মাসুম হোসেন অন্তু,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক সভা।
রবিবার (০৪ মে) সকালে শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুরে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী সহ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও দর্শনের প্রভাব, তার শাহজাদপুরে অবস্থানকাল এবং ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। পরে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে তিনদিনব্যাপী ১৬৪তম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat