নিজস্ব প্রতিনিধিঃ
হিমালয় থেকে উড়তে উড়তে সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে এসে অসুস্থ্য হয়ে মাটিতে লুটিয়ে পড়া বিরল প্রজাতির শকুনকে উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের সদস্যরা।
সোমবার (১৫ ডিসেম্বর) উদ্ধার করা শকুনটি সিরাজগঞ্জ বন বিভাগে হস্তান্তর করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর শহরের আমলাপাড়া মহল্লার পাপ্পু সেখের বাড়ি থেকে শকুনটি উদ্ধার করা হয়।
পাপ্পু সেখ বলেন, কয়েকদিন আগে শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে গেলে চরাঞ্চলের যুবকেরা সেটিকে আটকের রাখে। এরপর ওই যুবকদের কাছ থেকে পাখিটিকে তিনি নিজ বাড়িতে নিয়ে আসেন। তিনদিন প্রাথমিক চিকিৎসা শেষে মামুন বিশ্বাসকে খবর দেন। পরবর্তীতে মামুন বিশ্বাস গিয়ে শকুনটি উদ্ধার করে সিরাজগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, গৃধিনী প্রজাতির এই শকুনটির হিমালয় ঘেষে আবাসস্থল। সেখান থেকে উড়তে উড়তে এসে অসুস্থ্য হয়ে যমুনা নদীর চরাঞ্চলে পড়ে যায়। পাপ্পু নামের এক ব্যক্তি সেটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করে। খবর পেয়ে সেটিকে আমাদের হেফাজতে নিয়ে চিকিৎসা শেষে বন বিভাগে হস্তান্তর করেছি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat