রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
"দেশ আমার, পরিষ্কার রাখার দায়িত্বও আমার” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার(২২ আগষ্ট) সকাল ৯টায় রায়গঞ্জের পৌর এলাকায় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন।
পৌরসভার প্রধান চত্বর থেকে শপথ বাক্য পাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক উম্মে সালমা, পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন শাহিনুর আলম ও এস.এম বাহাদুর আলী।
এছাড়াও উপজেলা উপ- সমন্বয়ক সিয়াম সেখ, সহ-সমন্বয়ক আয়শা, আইটি ও মিডিয়া সম্পাদক নাহিদ হাসান। স্বেচ্ছাসেবী মিরাজ তালুকদার, হেলাল খান, নিজাম উদ্দীনসহ প্রায় ৪০জন বিডি ক্লিনের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন।
বিডি ক্লিন রায়গঞ্জ টিমের সমন্বয়ক বলেন, "বিডি ক্লিনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাড়া দেশের ৯'শটি স্থান পরিষ্কারের অভিযানে নেমেছি আমরা। আমরা বিশ্বাস করি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এই ছোট উদ্যোগের মাধ্যমে মানুষকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।”
দিনব্যাপী এই অভিযানে ধানগড়া গোলচত্ত্বর, বাজার, সেন্টার পয়েন্ট ও গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিষ্কার করা হয়। স্বেচ্ছাসেবকরা হাতে প্ল্যাকার্ড ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা সম্বলিত পোস্টার নিয়ে জনগণের মাঝে সচেতনতা ছড়িয়ে দেন।
এই উদ্যোগের মাধ্যমে রায়গঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আবারও সামনে উঠে আসে। বিডি ক্লিনের সদস্যরা জানান, তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাবেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat