দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেছেন, ধর্ম যার যার রাষ্ট সবার। বিএনপি সব ধর্মের মানুষ কে সম্মানিত করে। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কে আমরা সম্মান করি। আপনারা আমাদের ভাই ও বোন এবং বাংলাদেশের নাগরিক। বিএনপি সব সময় রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আপনাদের কে সন্মানিত করে। জন্মাষ্টমী অনুষ্ঠান উপলক্ষে ছোট্ট সোনামণিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি থাকতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। আপনাদের যে কনো প্রোগ্রামে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ পাশে থাকবে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে সিরাজগঞ্জ শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রচনা চিত্রাংকন ও গীতাপাঠ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিরাজগঞ্জ সদর ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে ডা. নিত্য রঞ্জন পালের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহার পরিচালনা আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হীরক গুনসহ জেলা পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ,পৌর পূজা উদযাপন পরিষদের অন্যনা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রচনা,চিত্রাংকন ও গীতাপাঠ প্রতিযোগিতায় তিন শত ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। এদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৪৫ জনকে পুরস্কৃত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat