সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী মির্জা মোস্তফা জামান বলেছেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেমন অঙ্গীকারবদ্ধ, তেমনি সব ধর্মের মানুষকে সমানভাবে মর্যাদা দিতে বদ্ধপরিকর।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চতুর্থ শ্রেণীর সনাতনী হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বিএনপি’র প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে আলোচনা করেন মির্জা মোস্তফা জামান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দরিদ্র হিন্দুদের মাঝে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য মোঃ আসলাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ, পৌর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শহর বিএনপির নেতা ফরহাদ হোসেন, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, মহিলা দল নেত্রী আইনুর নাহার কলি, স্বর্ণা, যুবদল নেতা রিপন আহমেদ, শ্রমিক নেতা নাঈম, যুবনেতা ওলি, হাবিব, পাপ্পু সহ প্রমুখ।
শাড়ি-লুঙ্গি পেয়ে উপকৃত কর্মচারীরা মির্জা মোস্তফা জামানসহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।