সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
এক সময় দলের প্রতিটি নির্বাচনী মাঠে ছিলেন প্রাণের মানুষ। ভোট চাইতে রাতদিন ছুটেছেন গ্রামে গ্রামে। নিজের স্বার্থ ভুলে ধানের শীষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সেই মানুষটিই আজ শয্যাশায়ী, কিডনি রোগে কাতর। তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের লাঙ্গলমোড়া উত্তরপাড়া গ্রামের বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী আব্দুস সোবাহান (৬৫)। অথচ এখন তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। খোঁজ নিচ্ছেন না দলীয় নেতারাও।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের প্রতিটি নির্বাচনে আব্দুস সোবাহান ছিলেন বিএনপির ভরসার নাম। সাদা মনের এই মানুষটিকে পদ-পদবির লোভ কোনোদিন স্পর্শ করেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ধানের শীষের বিজয়ের স্বপ্নই ছিল তার জীবনের একমাত্র নেশা।
স্থানীয়দের ভাষায়, সোবাহান ছিলেন এলাকার মানুষদের আস্থার প্রতীক। দরিদ্র হলেও মন ছিল ধনবান। নিজের খরচে দলের কর্মীদের জন্য প্রচারণা চালিয়েছেন। কিন্তু আজ তিনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন, অথচ পাশে নেই কোনো নেতা।
একই গ্রামের যুবদল নেতা মো. এরশাদ আলী আকন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, আব্দুস সোবাহান ভাই আমাদের কাছে একেকটা নির্বাচনে আশ্রয়স্থল ছিলেন। ভোট চাইতে আমরা তার ওপরই নির্ভর করতাম। কিন্তু আজ তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন, বিএনপির কোনো নেতা তার খবর নেয়নি।
এলাকাবাসীর দাবি, দলের প্রতি নিবেদিত এই মানুষটির চিকিৎসার দায়িত্ব এখন বিএনপির নেওয়া উচিত। তাদের মতে, রাজনৈতিকভাবে নিঃস্বার্থ ও আদর্শবান মানুষ হিসেবে সোবাহান একটি উদাহরণ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat