ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ সরকার অনুমোদিত ময়মনসিংহ বিভাগীয় শহরের বৃহৎ রক্তদানের স্বেচ্ছাসেবী সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ কর্মসূচি বর্ণিল নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
শুক্রবার(১৭ অক্টোবর) বিকালে ময়মনসিংহ নগরীর টাউনহলে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সংগঠনটির নবম বর্ষপূর্তিতে ক্যারিয়ার গাইডলাইন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে কেক কাটা, সম্মাননা প্রদান ও আলোচনা সভার মধ্য দিয়ে বক্তারা বলেন, মানুষের জীবন বাঁচাতে কোনোরকম বিনিময় ছাড়া আল্লাহর সন্তুষ্টির আশায় রক্তদান করাও একটি মহান ইবাদত। কেউ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় রক্তদান করে, তাহলে সে মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাবে।
ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি আবিদুর রহমান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সুমন রাহাত উল্লাসের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনের সহ-সভাপতি নাজমুস সাকিব এবং সদস্য লিমা নাহার। বর্ষপূর্তি অনুষ্ঠানটি উদ্বোধন করেন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির
উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য ডা. মীর রাবেয়া আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুমিনুন্নেসা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মালেকা বিলকিস। এসময় আরও উপস্থিত ছিলেন এম.আর.টি গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোশারফ হোসন সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat