জহিরুল ইসলাম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার সাবেক তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবী ঢাকাস্থ বরগুনা জেলা সমিতি।
দাবি আদায়ে গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এন এম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
এ সময়ে সংগঠনটির নেতারা অভিযোগ করে বলেন, বরগুনায় আগে তিনটি সংসদীয় আসন ছিল। বিগত আওয়ামী লীগ সরকার একটি বাদ দিয়ে দুটি সংসদীয় আসন করে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য শেখ হাসিনা সরকার বরগুনার একটি আসন কেটে দেয়।
নেতারা আরও অভিযোগ করেন, এ কারণে অনেক উন্নয়ন থেকে বঞ্চিত হয় দক্ষিণাঞ্চলের জেলা বরগুনার এ জনপদ। জনস্বার্থে তা আবারও পুনর্বহালের দাবি জানান সংগঠনের নেতারা।
এ সময় আইনগত জটিলতা নিরসনের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন সিইসি।
এ সময় বরগুনা জেলা সমিতির সভাপতি মোঃ জিয়াউল কবির দুলু, সাবেক এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ মল্লিক,উপদেষ্টা ডা. সুলতান আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি সাবেক সিনিয়র জেলা জজ মোহাম্মদ আলতাফ হোসাইনসহ সংগঠনের নেতারা উপস্হিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat