মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী ৪৬ তম নৌকাবাইচ প্রতিযোগীতা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বাঘাবাড়ি নৌ-বন্দর এলাকায় জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ রোয়িং ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্যায়ের এ প্রতিযোগিতায় মোট ৮টি পানসী নৌকা অংশ নেয়। এতে পাবনা বেড়া উপজেলার ভিটাপাড়া প্রামানিক ফাইটার ১ম, একই উপজেলার আদম ব্রাদার্স ২য় এবং শাহজাদপুরের রেশমবাড়ীর বাংলার বাঘ ৩য় স্থান অর্জন করে।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঝি মাল্লাদের হেইয়ো টানো উচ্ছাসে মেতে ওঠে বড়ালের দুইপার। বাঘাবাড়ি সেতুতর উপরও দাঁড়িয়ে থেকে প্রতিযোগীতা উপভোগ করে হাজার হাজার মানুষ।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুবুল আলম।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব যুগ্ম সচিব আবুল হাসান, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো: ফারুক হোসেন বাংলাদেশ রোয়িং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বাইচ দেখতে দুপুর থেকেই বিভিন্ন শ্রেণি পেশা ও বয়সী মানুষ নদীতে নৌকা নিয়ে এবং নদীর পাড়ে অবস্থান করে এবং বৃষ্টি উপেক্ষা করে বাইচ উপভোগ করে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat