সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ফ্যাসিবাদ চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।
তিনি এসব কথা সোমবার (১০ মার্চ) রামকান্তপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের বিএনপির অঙ্গসংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বলেন।
তিনি বলেন, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক এবং বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করি, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে। আমাদের তাদের ষড়যন্ত্র বুঝে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে আছি, আজ আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছি। জনগণ গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে, আর ফ্যাসিবাদ এখন পতিত হয়েছে।
শামা ওবায়েদ ইসলাম রিংকু আরও বলেন, এক সময় ছিল, যখন মানুষ বাজারে যেতে পারত না, রমজান মাসে ইফতার করতে পারত না, ঈদের বাজারে যেতে পারত না। তবে আজ আমরা সেই দিনগুলো পার করে এসেছি, এবং ফ্যাসিবাদ পতিত হয়েছে।
এসময় তিনি সালথা উপজেলা বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আপনাদের কোনো অশোভনীয় কাজ থেকে বিরত থাকতে হবে, যাতে দলের বদনাম না হয়। কোনো চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এসব কাজ থেকে আপনাদের দূরে থাকতে হবে, কারণ এর মাধ্যমে আওয়ামী লীগের মতো একই ধরনের কাজ করা যাবে না।
এছাড়া তিনি সালথা উপজেলাকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে উল্লেখ করে বলেন, এখানে বিএনপির আদর্শ, ধানের শীষের আদর্শ প্রতিটি ঘরে ঘরে রয়েছে, তাই এখানে আমাদের আরও সতর্ক থাকতে হবে।
সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, অ্যাডভোকেট জাহিদুল হাসান লাভলু, দপ্তর সম্পাদক আবুল বাসার, বিএনপি নেতা ড. কামরুল ইসলাম, হুমায়ুন খান, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মাহফুজুর রহমান, মিরান হুসাইন, শ্রমিক দল নেতা কালাম বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat