প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ১১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৫, ৭:৫৫ পি.এম
ফেসবুকে পরিচয়,উল্লাপাড়ায় প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে প্রেমিকার অনশন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে প্রেমিকা অবস্থান নিয়ে অনশন করে চলেছে। এদিকে প্রেমিকাকে বাড়ীত দেখে প্রতারক প্রেমিক পালিয়ে গিয়েছে। প্রেমিকের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ের দাবিতে প্রেমিকা ৪ দিন ধরে অনশন করছে। দাবি না মানলে আত্মহত্যার হুমকি দিয়েছে প্রেমিকা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামে প্রেমিক আলাউদ্দিনের বাড়িতে। আলাউদ্দিন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের শারমিন আক্তার (২৮) উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামের আলাউদ্দিনের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। শুক্রবার পর্যন্ত প্রেমিকা সেখানেই অবস্থান করে বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে শারমিন জানান, তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে আলাউদ্দিনের সঙ্গে তার পরিচয় ঘটে। শুরুতে আলাউদ্দিন গণিতের বিষয়ে তাকে সাহায্য করতেন। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। শারমিনের দাবি, বিয়ের আশ্বাসে আলাউদ্দিনের সঙ্গে তার সব সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন ধরে প্রতিশ্রুতি ভঙ্গ করে আলাউদ্দিন আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে প্রতারণার ফাঁদে ফেলে পালিয়ে বেড়াচ্ছে। শারমিন আরো বলেন, আমি কোনো অন্যায় করিনি। ভালোবেসে বিশ্বাস করেছিলাম, এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে। বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। তাই শেষ আশ্রয় হিসেবে তার বাড়িতে এসেছি। আলাউদ্দিন পলাতক থাকায় তার সাথে এ বিষয়ে কথা বলতে পারছি না।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেছেন। দূর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর ইসলাম ও ইউপি সদস্য এবাদ আলী জানান, তারা মেয়েটির অনশন ও অবস্থানের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলে পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছেন । তবে আলাউদ্দিন পলাতক থাকায় তা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান বলেন, ঘটনার খবর পেয়েছি, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat